ডোমারে আশ্রয়ন প্রকল্প না করার দাবীতে মানববন্ধন

রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমারে আশ্রয়ন প্রকল্প না করার দাবীতে মানবন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার(৬জুন) দুপুরে পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া এলাকায় ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন তারা। এতে তিন শতাধীক মানুষ অংশগ্রহণ করেন। 
সম্প্রতি আশ্রয়ন প্রকল্প করার সিদ্ধান্ত হওয়ায় সেখানে এটি না করে সুবিধাভোগীদের নামে জমি বরাদ্দ দেয়ার আহ্ববান জানান মানব বন্ধনকারীরা। জহিরুল ইসলাম বলেন, প্রজন্মের পর প্রজন্ম এই জমিতে বসবাস করে আসছে। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে। তৎকালীন সময়ে জমি ক্রয় করে বসবাস শুরু করেন তারা। পরবর্তিতে জানতে পারেন, এই জমিগুলো খাস খতিয়ান ভুক্ত। একই এলাকায় নতুন একটি আশ্রয়ন প্রকল্প থাকলেও সেখানে থাকার লোক পাওয়া যাচ্ছে না, আবার নতুন করে আরেকটি আশ্রয়ন করা হলে বাসিন্দারা চরম ক্ষতির মুখে পড়বেন। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, ভূমি মন্ত্রনালয়ে বিষয়টি আমরা অবগত করেছি। সেখান থেকে যা নির্দেশনা আসবে, আমরা তা বাস্তবায়ন করবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ