হরিপুরে আওয়ামী লীগ নেতাকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের জেল

মেহেদী হাসান, ঠাকুরগাঁওঃ 
ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরকারি কাজে বাধাদান, হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের সাথে খারাপ আচরণ ও মারপিটের হুমকি প্রদান করার অপরাধে  আবু হায়দার (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে ভ্রাম্যমাণ আদালত ৭দিনের বিনাশ্রম জেল প্রদান করেছে। 

আবু হায়দার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সাংগঠনিক সম্পাদক ও রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক। হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও আসাদুজ্জামান বলেন, 

আবু হায়াদার নামে এক ব্যক্তি হাসপাতালের জরুরী বিভাগে এসে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার সোনিয়ার সঙ্গে খারাপ আচরণ করে এবং তাকে বান্দরবন বদলী করার হুমকি প্রদান করে। 

এসময় আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি জানার চেষ্টা করলে সে আমাকেও মারপিট করার হুমকি প্রদান করেন। 

তার মারমুখি আচরণ দেখে আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমকে অবহিত করি। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৭দিনের বিনাশ্রম জেল প্রদান করেন। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ