গোবিন্দগঞ্জে জমিজমা বিরোধে এক ব্যক্তি নিহত, আটক ৩

আশরাফুল ইসলাম, গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের রতনপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ৮ জুন রোববার রাত ৯টায় নুরন্নবী মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত নুরুন্নবী ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ এ ঘটনার সাথে জড়িত এজাদুল ও তার ছেলে আশরাফুল ইসলাম এবং তুহিন মিয়া নামে তিনজনকে আটক করে। জানা গেছে, নুরন্নবী মিয়ার সাথে প্রতিবেশী ইছাহাক আলীর ছেলে এজাদুল ইসলাম, তার ছেলে আশরাফুল ইসলাম ও একই গ্রামের তুহিন ইসলাম, সোহান মিয়া, গাজীউর রহমানের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওইদিন সন্ধ্যায় নুরন্নবীকে তারা বেদম মারপিট করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা নুরন্নবীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় সে মারা যায়।

এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, এ ঘটনায় ওই রাতেই নিহতের পরিবার থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তিনজনকে আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ