মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

কাজী সামছুজ্জোহা মিলন, নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুরে গতকাল রবিবার রাতে উপজেলার শরমইল গ্রামে পুকুরে গ্যাস বড়ি দিয়ে প্রায় ১০০ মন মাছ মেরে ফেলার অভিযোগ করা হয়েছে। 

গ্রামের নূর মোহাম্মদের ছেলে লিটন হোসেন অভিযোগ করে বলেন, তিনি গ্রামের মাসুম সরদার, তোতা সরদার, মঞ্জু সরদার ও বাবু সরদার এর নিকট থেকে চুক্তিতে তিন বছরের জন্য পুকুরটি লিজ নেন। পুকুরটি প্রায় চার বিঘা। সেখানে দীর্ঘদিন থেকে রুই, কাতলা, পাঙ্গাশ, মিরকা, তেলাপিয়াসহ  বিভিন্ন প্রজাতির মাছের চাষাবাদ করে আসছিলেন।  ঘটনার দিন রাতে একই গ্রামের ছয়েফ উদ্দিনের ছেলে আজাদুল,তার ছেলে মাসুম ও মারুফ  খাজামুদ্দীনের ছেলে জাহিদ পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ ঢেলে দেয়। এতে তার পাঁচ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগ করেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ