নাটোর
প্রতিনিধি
বাগেরহাট
ম্যাটস এর
অধ্যক্ষ বিএমএর
আজীবন সদস্য
ডাঃ আব্দুর
রকিব খান
এর হত্যাকারীদের
দ্রুত বিচার
ট্রাইব্যুনালে বিচারের
দাবীতে নাটোরে
মানববন্ধন করেছে
বিএমএ। আজ
রবিবার দুপুর
১২ টার
দিকে নাটোর
আধুনিক সদর
হাসপাতাল এর
সামনে এই
মানববন্ধন কর্মসুচি
পালন করা
হয়। মানববন্ধনে
অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন
সদর হাসপাতালের
তত্ত্বাবধায়ক ডাঃ
আনসারুল হক,
আবাসিক মেডিকেল
অফিসার ডাঃ
আমিনুল ইসলাম,
গাইনি বিভাগের
সহকারী মেডিকেল
অফিসার আয়েশা
সিদ্দিকা, আবাসিক
মেডিকেল অফিসার
ডাঃ মনজুর
রহমান, কনসালটেন্ট
ডাঃ মাহবুবুর
রহমান এবং
ডাঃ শহিদুল
হক সুমন।
মানববন্ধনে বক্তারা
অবিলম্বে সকল
হত্যাকারীদের গ্রেফতার
করে দ্রুত
ট্রাইব্যুনালে বিচার
করার দাবি
জানান। প্রশাসন
যদি দ্রুত
তা না
করে তাহলে
বাংলাদেশ মেডিকেল
অ্যাসোসিয়েশনের সদস্যরা
কঠোর কর্মসূচি
দিতে বাধ্য
হবে। প্রয়োজনে
সারাদেশে চিকিৎসা
সেবা বন্ধ
করে দেওয়া
হবে। কোন
ভাবেই হত্যাকারীদের
ছাড় দেওয়া
হবেনা।
0 মন্তব্যসমূহ