ত্রাণের জন্য ১০ ফিট দেওয়াল টপকালেন দুই নারী, মানবতা দেখালেন ইউএনও


মেহেদী হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা পরিষদের চারপাশ বাউন্ডারি থাকায় সহজে কেউ প্রবেশ করতে পারে না। আর উপজেলা পরিষদের বিভিন্ন কক্ষে বিতরণের জন্য রাখা হয়েছে ত্রাণ সামগ্রী। বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা পরিষদের পিছনে বসবাসকারি একজন মাঝ বয়সী আরেকজন বয়স্ক মহিলা পরিষদের দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে। কিন্তু পরিষদের গার্ড তা দেখে ফেলে এবং তাদের আটক করে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার ( মে) দুপুরে। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বিভিন্ন ইউনিয়নের ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করে অফিসে ফিরলে সেই মহিলা দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের দোষ স্বীকার করে কান্নাজড়িত কন্ঠে বলে বাসায় তাদের খাবার চাল নেই, তাই বাধ্য হয়ে কাজ করেছে। ঘটনা শুনে ইউএনও তাদের সাজা না দিয়ে দুইজনকেই দুটো ত্রাণের প্যাকেট তুলে দেন। সত্যতা নিশ্চিত করে সদর ইউএনও মামুন বলেন, উপজেলা পরিষদের পিছনে বাস করা দুই মহিলা বাসায় খাবার চাল না থাকায় পরিষদের সীমানা প্রাচীর টপকিয়ে পরিষদে প্রবেশ করে। এসময় গার্ড তাদের আটক করে আমাকে খবর দেয়। পরে ত্রাণ বিতরণ শেষ করে এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে বাসায় চাল না থাকায় তারা কাজ করেছে বলে স্বীকার করলে তাদের দুইজনকেই ত্রাণ সামগ্রী পদান করা হয় এবং পরবর্তীতে তারা যাতে কাজ না করে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ