কিশোরগঞ্জে সাংবাদিকের বাড়ি চুরি, চোরকে ধরতে সাংবাদিকের পুরুষ্কার ঘোষণা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক প্রফেসর মোঃ রউফুল আলম বাড়ী চুরি যায়। চোরকে ধরতে সাংবাদিকের পুরুষ্কার ঘোষণ। জানা যায়, গত ২৭ মে/২০ইং বুধবার রাত্রি আনুমানিক ৩ টার সময় (শেষ রাতের দিকে) সাংবাদিকের বাড়ীর ডাইনিং রুমের জানালার ফাক দিয়ে বাঁশের কঞ্চির দ্বারা দরজার ভিতরের লাগানো হ্যাজবল খুলে চোর সুকৌশলে ভেতরে ঢুকে চুলা- গ্যাস সিলিন্ডার সেট যার মূল্য ৫ হাজার টাকা, ট্রাভেল ব্যাগে রক্ষিত কাপড় সহ যার মূল্য ১২ হাজার টাকা, চার আনা ওজনের কানের স্বর্ণের দুল মূল্য ১৫ হাজার টাকা, নগদ ৩ হাজার টাকা। ১৬ হাজার টাকা মূল্যের স্যামসং গ্লাক্সি জে থ্রি মোবাইল যার সর্ব মোট মূল্য ৫১ হাজার টাকার মালামাল চোর চুরি করে নিয়ে যায়। যা সকালে সাংবাদিক ও তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে সকালের নাস্তা তৈরি করতে গিয়ে লক্ষ্য করেন তাঁর চুলা গ্যাস সিলিন্ডার নাই। পরে শোয়ার রুমে রাখা ট্রাভেল ব্যাগ যার মধ্যে কাপড়, কানের দুল, নগদ টাকা, প্রেসক্রিপশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কিশোরগঞ্জ এরিয়া অফিস কর্তৃক প্রদত্ত ডাইরী, কলমসহ অন্যান্য জিনিসপত্র চুরি যায়। বিষয়টি তৎক্ষনাৎ সাংবাদিক রউফুল আলম কিশোরগঞ্জ থানা, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মফিজুল ইসলামকে  কল দিয়ে চুরির বিষয় অবগত করলে অফিসার ইনচার্জ (তদন্ত) সাহেব তৎক্ষনাৎ দুজন এস.আই ও কয়েকজন পুলিশসহ পুলিশ ভ্যান প্রেরণ করেন। তারা সরেজমিনে এসে চুরি যাওয়ার জায়গা পরিদর্শন করেন। উপস্থিত লোকজনকে জিজ্ঞেসাবাদ করেন। এ ব্যাপারে অফিসার ইনচার্জ (তদন্ত) জনাব মফিজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। চোরকে ধরার পদক্ষেপ নেয়া হয়েছে। সাংবাদিক রউফুল আলম জানান, যারা প্রমাণসহ চোরের সন্ধান দিতে পারবে তাকে তিনি ২০ হাজার টাকা পুরুষ্কার প্রদানের ঘোষণা দেন। কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক মোঃ আবু তাহের বলেন, যে কোন মূল্যে এই চোরকে ধরতে যত রকমের সহযোগিতা প্রয়োজন সকল সাংবাদিক মিলে করবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ