গুরুদাসপুরে লিচু ব্যবসায়ীকে মারপিট করার অভিযোগ

গুরুদাসপুর (নাটোর)প্রতিনিধি,
নাটোরের গুরুদাসপুরে সজিব আলী (২৫) নামে এক লিচু ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ পলাশ হোসেনসহ তার অনুসারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে। এঘটনার থানায় অভিযোগ দায়ের করেছেন সজিব আলী। সজিব যোগিন্দ্রনগর গ্রামের পাইকম্বরের ছেলে।
আহত সজিব আলী জানান, গতকাল (২৭ মে) বুধবার বিকেলে লিচু বিক্রির টাকা আমি এবং আমার ব্যবসায়ী ভাগিদার মামুন, বাছের মিলে হিসাব নিকাশ করার সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক যোগিন্দ্রনগর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে পলাশ, তাজুল্লার ছেলে শাকিল, নিজাম উদ্দিনের ছেলে রতন, আছকান আলীর ছেলে হাছেন, ইউনুছ আলীর ছেলে শান্তসহ অজ্ঞাত - মিলে লোহার পাইব দিয়ে পিঠে এবং কাঠের বাটাম দিয়ে বাম চোখে আঘাত করলে আমি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে আমার কাছে থাকা লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় আমার ভাগিদাররা বাধা দিলে তাদেরকেও মারপিট করা হয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় অভিযুক্তদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ