কালীগঞ্জ ২জন করোনা রোগী সনাক্ত- বাড়ি ও দোকান লগডাউন

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জে প্রথম করোনা ভাইরাসে সংক্রামক ২ জন  রোগী সনাক্ত হয়েছে। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে তাদের করোনার পজেটিভ রেজাল্ট আসে। তারা হলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে হিসাব রক্ষক মোঃ বেলায়ত হোসেন (৪৪) ও কাশীরাম গ্রামের (মনিহারী স্কুলের পশ্চিম দিকে) অাব্দুল লতিফের মেয়ে রোজিনা বেগম।রাতেই লতিফের বাড়িসহ তিনটি বাড়ি ও লতিফের চায়ের দোকানসহ পাশের তিনটি  দোকান লগডাউন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউল হাসান, থানার অফিসার ইনচার্জ অারজু মোঃ সাজ্জাদ হোসেন। ডাঃ মোঃ জিয়াউল হাসান জানান, লতিফের মেয়ে বেশ কিছু দিন ঢাকায় বোনের বাড়িতে ছিল। গত ৭ মে কালীগঞ্জে অাসলে  ৯ মে  তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। অপর বেলায়েত,জ্বর  সর্দি ও কাশি থাকায়  একই দিনে তারও নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। সেই রির্পোট পজেটিভ হওয়ায় তাদের বাড়ি লগডাউন করা হয়। অপর রোগী বেলায়েতকে ইতোপূর্বে হোমকোয়ােন্টামে পাঠানো হয়। সে সদর উপজেলায় নিজ বাসায় অবস্থান করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ