করোনায় কর্মহীন অসহায় ও গরীব মানুষদেরকে বিকাশের মাধ্যমে টাকা প্রদান করেন শিল্পপতি হাফিজুর রহমান হাফিজ


চৌধুরী নুপুর নাহার তাজ  দিনাজপুর জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে মোবাইল ব্যংকিং বিকাশের মাধ্যমে নগদ টাকা বিতরন করেন শিল্পপতি হাফিজুর রহমান হাফিজ। করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়ে মানুষ। সংকট কালীন সময়ে অসহায় মানুষদের পাশে দাড়ান বিশিষ্ট শিল্পপতি লুসাকা গ্রুপের চেয়ারম্যান, দিনাজপুর জেলা বিএনপি' আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফিজ। দিনাজপুরের খানসামা-চিরির বন্দরের ,৮০০ অসহায় এবং দুস্থ পরিবারকে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে নগদ ৫১০ টাকা করে প্রদান করেন তিনি। এবিষয়ে দিনাজপুর বিএনপির যুবদলের শিল্পবিষয়ক সহ-সম্পাদক এম শহিদুল হক সরকারের সাথে কথা বললে তিনি বলেন, শিল্পপতি হাফিজুর রহমান হাফিজ ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখবে এবং আরো ৫০হাজার মানুষের মাঝে বিকাশের মাধ্যমে টাকা দেওয়া হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নগদ অর্থ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ