লালমনিরহাট সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত


হাসানুজ্জামান হাসানলালমনিরহাটঃ কোনো উপসর্গ ছাড়াই লালমনিরহাট সদর হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নিয়ে জেলায় মোট ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। তবে এদের মধ্যে তবে দুজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। সোমবার (১১ মে)রাতে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্দেহবশত নিজেই করোনাভাইরাস পরীক্ষার আগ্রহ প্রকাশ করলে গত মে তার নমুনা রংপুর মেডিকেল কলেজের লেপ্রোলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সে দিনই তার দেহে সংক্রমণ ধরা পড়ে। কিন্তু বিষয়টি নিশ্চিত হতে দ্বিতীয় দফার পরীক্ষাতেও ফল পজিটিভ আসে। এছাড়াও জেলায় গাজীপুর ফেরত করোনা আক্রান্ত এক যুবকের সংস্পর্শে আসা পরিবারের পাঁচ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় প্রথম করোনা আক্রান্ত ওই যুবক গত ১৮ এপ্রিল রাত থেকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। এছাড়া আক্রান্তের তালিকায় আছেন ওই রোগীর সংস্পর্শে আসা আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টাফ নার্স (৪৬), হাসপাতালের যক্ষ্মা কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারী (৩০) এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন সম্প্রতি নারায়ণগঞ্জ ফেরত আরও একজন। হাতীবান্ধা উপজেলায় এক নারীর পজিটিভ আসে। তিনিও বর্তমানে তিনি সুস্থ আছেন। নিয়ে জেলায় মোট ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ