ডোমারে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার, মা ও ছেলেসহ ৩ জনের করোনা সনাক্ত

রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ও মা ছেলেসহ ৩ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ জন। 
শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তিরা উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকার মা ও ছেলে। অপরজন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার। 
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকা অবস্থায় জ্বর, সর্দি দেখা দিলে গত ৭ মে স্বেচ্ছায় নমুনা পরিক্ষা করান স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার।
অপরদিকে হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকার (৫৭)বছর বয়সী মাকে (৭ মে) ঢাকা হতে নিয়ে আসে তাহার (৩০) বছর বয়সী ছেলে। মায়ের জ্বর জ্বর ভাব ও শ্বাসকষ্ট দেখা দিলে ১০ মে  মা ও ছেলের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ১৫ মে রাতে ওই ৩ জনের করোনা রেজাল্ট পজেটিভ  আসে বলে জানান ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম। ডাঃ মোহাম্মদ ইব্রাহীম আরো জানান, রাতেই করোনা ভাইরাস শনাক্ত রোগীদের আইসোলেশনে পাঠানো হবে। এ রির্পোট লেখা পর্যন্ত (রাত ৯.১৫) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আক্রান্ত ব্যক্তিদের বাড়ীতে অবস্থান করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ