নাটোরে কোভিড-১৯ আক্রান্ত পুলিশ সদস্যের চিকিৎসার্থে চিকিৎসা সামগ্রী বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

নাটোর প্রতিনিধি
নাটোরে কোভিড-১৯ আক্রান্ত পুলিশ সদস্যের চিকিৎসার্থে জেলার সকল থানায় নেবুলাইজার মেশিন, সাকশান মেশিন, ট্রান্সেমিশন সেট, অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে নাটোর পুলিশ লাইন্স এর ড্রিল সেডে এই বিতরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। চিকিৎসা সামগ্রী বিতরণ শেষে কিভাবে এই সকল সামগ্রী ব্যবহার করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন , সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাসে পুলিশ সদস্যদের সবসময় মাঠে কাজ করতে হচ্ছে। বিভিন্ন জেলার মত নাটোরের অনেকজন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। তাই পুলিশ সদস্যদের নিরাপত্তার দিক চিন্তা করে জরুরী সেবা প্রদানের লক্ষ্যে জেলার প্রতিটি থানায় এই সামগ্রী বিতরণ করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ