লালমনিরহাটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর তথ্য প্রচার, যুবক গ্রেফতার

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ 
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে মানহানিকর তথ্য প্রচার করায় আমিনুল হক রিপন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৩ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (সিপিএসসি) হাফিজুর রহমান। এর আগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃতের আমিনুল হক রিপন উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। র‌্যাব জানায়, দীর্ঘদিন থেকে আমিনুল হক রিপন ‘ছাত্রদল ইউনিয়ন শাখা’ নামে একটি ফেসবুক পেজ খুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে ফেইসবুকে অশ্লীল ও মানহানিকর তথ্য প্রচার করে আসছে। বিষয়টি জানার পর বুধবার ভোরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি গ্রামে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। ওই যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার মুঠোফোনসহ বিভিন্ন মোবাইলের সিম কার্ড উদ্ধার করে। ওই সময় তার ফেইসবুক অ্যাকাউন্ট চেক করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে মিথ্যা ও অশ্লীল মানহানিকর তথ্য প্রচারের প্রমাণ পায় তারা। পরে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক তার অপরাধের কথা স্বীকার করে। আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, আমিনুল হক রিপন নামে ওই যুবকের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে সন্ধ্যায় আদিতমারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে। বৃহস্পতিবার সকালে তাকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ