ফেন্সিডিলসহ রাজশাহীতে গুরুদাসপুরের ৪ সম্ভ্রান্ত পরিবারের ৪ যুবক আটক

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.                                          
রাজশাহী থেকে প্রাইভেট কারযোগে বাড়ি ফেরার পথে বাঘা উপজেলার চন্ডিপুর চেক পোস্টে ১৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছেন নাটোরের গুরুদাসপুরের সম্ভ্রান্ত পরিবারের ৪ যুবক। ঘটনার দিন ১৪ই এপ্রিল বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রজু হয়( মামলা নং-৭)। মামলার আসামীরা হলেন গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় হাজেরা ক্লিনিকের মালিক ডা.আমিনুল ইসলাম সোহেলের ছোট ভাই ওই ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম সাগর ও তাদের ড্রাইভার মাহাবুর হোসেন, চাঁচকৈড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কবীর মোহসিন রেজার ছোট ছেলে শোভন ও চাচঁকৈড় বাজার পাড়া মহল্লার শাহাদৎ হোসেনের ছেলে মিম।
স্থানীয় সূত্রে জানাযায়, প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত ঘটনাটি প্রকাশ পেয়ে যায়।
জানতে চাইলে আসামী আমিরুল ইসলাম সাগর মুঠোফোনে বলেন, তিনি জামিনে মুক্ত আছেন।
রাজশাহীর বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমিরুল ইসলাম সাগর নামের এক যুবক জামিনে মুক্ত হলেও বাকি তিন জন রাজশাহী কারাগারে রয়েছেন। জব্দ করা প্রাইভেট কারটি থানায় সংরক্ষিত আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ