কোহলি থেকে শোয়েব- ইরফানের মৃত্যু ছুঁয়ে গেছে ক্রিকেটাঙ্গন

ডেস্ক নিউজঃ  পৃথিবী থেকে চিরবিদায় নিলেন বলিউড অভিনেতা ইরফান খান। দুই বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। আজ বুধবার উপমহাদেশের চলচ্চিত্রাঙ্গনে একটি শোকের দিন। মাত্র ৫৪ বছর বয়সে ইরফান খানের চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ। মারণব্যাধি ক্যান্সার তাকে বাঁচতেই দিল না। প্রখ্যাত এই অভিনেতার মৃত্যুতে শোকাহত ক্রিকেটাঙ্গণও। অনেক ক্রিকেটার সোশ্যাল সাইটে ইরফানকে শ্রদ্ধা জানিয়েছেন।
ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লিখেছেন, ‘ইরফান খানের মৃত্যু সংবাদ পেয়ে আমি ভেঙে পড়েছি। বিস্ময়কর এক প্রতিভা ছিলেন তিনি। তার অভিনয়ের বৈচিত্রের কারণে সকলের হৃদয় জয় করে নিয়েছিলেন। ঈশ্বর তার আত্মার শান্তি প্রদান করুক।’
পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও ইরফান খান। কী অসাধারণ প্রতিভার পূর্ণ একটা প্যাকেজ ছিলেন তিনি! তার জীবন ছিল সংগ্রামমুখর। ভীষণ অনুপ্রেরণাদায়ক।’
ভারতের সাবেক ক্রিকেটার তথা জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, ‘ইরফান খানের মৃত্যুসংবাদ পড়ে ভীষণ কষ্ট পেয়েছি। অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি তীক্ষ্ণ মেধাবী ছিলেন তিনি; চলে গেলেন ব্ড্ড অকালে। সুতপা (ইরফান খানের স্ত্রী) এবং তার সন্তাদের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সমবেদনা রইল। তাঁর কাজই তাকে চিরদিনের জন্য বাঁচিয়ে রাখবে।’
এছাড়া ভিভিএস লক্ষণ, হার্দিক পাণ্ডিয়া, হরমনপ্রীত কউরের মতো ক্রিকেটাররাও ইরফান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ইরফান খান ভারতীয় অভিনেতা হিসাবে হলিউডের একাধিক সিনেমায় অভিনয় করে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। অস্কার প্রাপ্ত ‘লাইফ অফ পাই’, ‘ইনফারনো’ সহ একাধিক সিনেমায় চুটিয়ে অভিনয় করেছিলেন। কিন্তু ইরফানের প্রথম জীবনের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া। মাত্র ৬০০ টাকার জন্য তিনি তা পারেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ