ডোমারে ৩টি বাস পুড়ে গেছে


রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় তিনটি বাস পুড়ে গেছে। এরমধ্যে উৎস হাসান এন্টারপ্রাইজ নামের একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। আর ডোমার ট্রাভেলস ডোমার শাপলা সমবায় সমিতি নামের দুইটি বাসের আংশিক পুড়ে গেছে। সোমবার ভোরে ডোমার বাসস্টান্ডে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। করোনা ভাইরাসে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার কারণে বাসগুলো ডোমার বাসষ্টান্ডে গত কয়েকদিন হতে সারিবদ্ধভাবে দাঁড় করানো ছিল। এলাকাবাসী শ্রমিকরা জানায়, মানুষ মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ডোমার বাসষ্টান্ডে বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায়, আর দুইটি বাসের আংশিক পুড়ে যায়। তবে কিভাবে আগুন লাগে তার সঠিক কারণ এখনো জানা যায় নাই। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বাস আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি সত্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কয়েল হতে আগুনের সুত্রপাত হতে পারে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ