মহাদেবপুরে ২ জনের করোনাভাইরাস শনাক্ত

কাজী সামছুজ্জোহা মিলন ,নওগাঁ। প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। বুধবার সকালে নওগাঁর সিভিল সার্জন ডা: মো: আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী থেকে তাদের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। আক্রান্তদের একজন উপজেলা সদরের পূর্ব দুলালপাড়ার আনোয়ার হোসেনের কন্যা আশা (২৪) জানান, তিনি ঢাকার মোহাম্মদপুরে একটি ডেন্টাল চেম্বারে কাজ করতেন। গত এপ্রিল তিনি বাড়ী আসেন। কিন্তু করোনাভাইরাসের কোন লক্ষণ তার ছিলনা। ঢাকা থেকে আসার কারণে স্বাস্থ্য কর্মীরা গত ২২ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে তার নমুনা সংগ্রহ করে। কিন্তু কি রিপোর্ট এসেছে তা এখনও তাকে জানানো হয়নি। তিনি দাবী করেন যে, তিনি সম্পূর্ণ সুস্থ্য রয়েছেন। আক্রান্ত অপরজন উপজেলার সদর ইউনিয়নের সিদ্দিকপুর গ্রামের শ্রী সুবোধ চন্দ্রের ছেলে সুজিত কুমার (২৪) জানান, তিনি ঢাকার খিলগাঁয়ের একটি ফার্মেসীতে সেলস্ ম্যান কাম কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করতেন। গত ২০ মার্চ তিনি ঢাকা থেকে বাড়ী আসেন। কিন্তু তার জ্বর, কাশি, সর্দি, শ্বাসকষ্ট বা করোনাভাইরাস সংক্রান্ত কোন লক্ষণই ছিলনা। ঢাকা থেকে আসার কারণে স্বাস্থ্য কর্মীরা গত ২৪ এপ্রিল বকাপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে তার নমুনা সংগ্রহ করে। কিন্তু তাকে কোন ফলাফল জানানো হয়নি। স্থানীয়রা তার সাথে খারাপ ব্যবহার করছে উল্লেখ করে তিনি তার নমুনা আবার পরীক্ষা করানোর দাবী জানান। এব্যাপারে কথা বলার জন্য মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের সরকারী মোবাইলফোনে কয়েকজন সাংবাদিক বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, বেলা ১১ টায় মহাদেবপুর ইউএনও মিজানুর রহমান ওসিসহ আক্রান্তদের বাড়ী গিয়ে তাদের পরিবারের সদস্যসহ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন এবং আশেপাশের কয়েকটি করে বাড়ী লকডাউন ঘোষণা করেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ