জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ডিমলায় খাদ্য সামগ্রী বিতরণ

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পুষ্টি প্রতিষ্ঠানের জন্য উপজেলার স্বল্প আয়ের প্রায় দের শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সরেজমিনে দেখা যায়, (৩০-এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে পৃথক-পৃথক ভাবে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের খগা বড়বাড়ী বালিকা উচ্চ বিদ্যালল ও বালাপাড়া ইউনিয়নের বালাপাড়া নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে ডিমলা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে পুষ্টি প্রতিষ্ঠানে বালাপাড়া ইউনিয়নের গুচ্ছ গ্রামের স্বল্প আয়ের ১শ ৪৮জন নারী-পুরুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,  উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার কনক চন্দ্র রায়, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নিরঞ্জন কুমার রায়, মেডিকেল অফিসার ডা: আশিকুর রহমান, ডেন্টাল সার্জন ডা: শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিদ জহুরুল হক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আক্বর আলী,  স্বাস্থ্য সহকারী আবু বক্কর সিদ্দিক, অফিস সহায়ক আব্দুস সালাম  প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ