উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মামলায় ৩৩৪০০ টাকার জরিমানা

তানভীর শাহরিয়ার, উখিয়া,
কক্সবাজার। কক্সবাজারের উখিয়া উপজেলায় সামাজিক দুরত্ব বজায় না রাখায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১০ টা থেকে রাত ০৮ টা পযর্ন্ত অভিযান পরিচালনা করেন। করোনা ভাইরাসের কারনে সারাদেশ লকডাউনের আওতায় রয়েছে। সামাজিক দুরুত্ব বজায় না রাখা ব্যবসায়ীরা নিত্যপণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের কারণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সময় জনগনকে সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিভিন্ন ধারায় ১০ মামলায় মোট ৩৩৪০০ (তেত্রিশ হাজার চার শত) টাকা জরিমানা আদায় করেছেন। নেতৃত্বেদানকারী নির্বাহী ম্যাজিট্রেট সহকারী কমিশনার ভূমি উখিয়া জনাব আমিমুল এহসান খাঁন বলেন, এলাকার জনসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রাখা সহ বিভিন্ন ভাবে সচেতন করে যাচ্ছি। ব্যবসায়ীরা পণ্যের অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে সেদিকে প্রশাসনের দৃৃষ্টি রয়েছে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ