নীলফামারীর ডোমারে শ্বাসকষ্ট,পাতলা পায়খানা, জ্বর নিয়ে বৃদ্ধের মৃত্যু,এলাকায় আতংক।


রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: শ্বাসকষ্ট, পাতলা পায়খানা, জ্বরে আক্রান্ত হয়ে নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নে খালপাড়া গ্রামে এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে নিজবাড়ীতে তিনি মারা যান। এতে ওই এলাকায় মানুষের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার(৮এপ্রিল) দুপুরে মৃতের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে ডোমার উপজেলা হাসপাতালের একটি মেডিকেল টিম। এসব তথ্য নিশ্চিত করেছেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোহাম্মদ ইব্রাহীম। তিনি আরো জানান, উক্ত গ্রামের এক বৃদ্ধ শ্বাসকষ্ট, পাতলা পয়খানা, জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় নিজবাড়ীতে তার মৃত্যু হয়। মৃতবৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষা কেন্দ্রে প্রেরন করা হয়েছে। মৃত বৃদ্ধের বাড়ীর ৫০০ গজের মধ্যে আর কোন বসত বাড়ি না থাকায় শুধু মৃত বৃদ্ধের বাড়িটি লকডাউন করা হয়েছে। বৃদ্ধের স্ত্রী, তিন ছেলে ও পুত্রবধুদের বাড়ীর বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে। নমুনার রির্পোট পাওয়ার পর ওই পরিবারকে পরবর্তী নির্দেশ প্রদান করা হবে বলে তিনি জানান। এদিকে মৃত বৃদ্ধের জানাজা ও দাফন নিয়ে এলাকাবাসীর মধ্যে করোনা আতংক থাকায় কেউ এগিয়ে আসছেনা। ফলে ডোমার থানা  অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দলের সহায়তায় ওই বৃদ্ধের  যানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে নিশ্চিত করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, করোনা আতংকে এলাকাবাসী মৃত্যু ব্যক্তির বাড়ীতে না আসায় ডোমার থানা পুলিশ মৃত বৃদ্ধের  যানাজা ও দাফনের ব্যবস্থা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ