করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে ৫ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট খোলা হয়েছে

নাটোর প্রতিনিধি
নাটোর আধুনিক সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট খোলা হয়েছে সদর হাসপাতালের দ্বিতীয় তালায় এই ইউনির্ট খোলা হয় স্বাস্থ্য বিভাগের পরিচালক মহোদয়ের নির্দেশে নাটোর আধুনিক সদর হাসপাতাল কতৃপক্ষ সতর্কতামুলকভাবে এই আইসোলেশস ইউনিট চালু করেনসে অনুযায়ী হাসপাতালের দ্বিতলে একটি কক্ষে ৫টি শয্যা বসিয়ে এই আইসোলেশন ইউনিট খুলে দেওয়া হয়েছে যাতে করে করোনা ভাইরাস রোগে আক্রান্ত কোন রোগী এলে তাখে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয়
নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আনছারুল হক জানান, করোনা ভাইরাস সারা বিশ্বে এখন আতংক বাংলাদেশেও তিনজন এই রোগী শনাক্ত করা হয়েছে এই ধরনের রোগী যদি শনাক্ত করা হয় তাহলে আমাদের এই ইউনিটে ভর্তি রাখা হবে এরপর তাদের পরীক্ষা নিরিক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হবে এরপর যদি সেখান থেকেও তাদের শনাক্ত করা হয় তাহলে তাদের জন্য নাটোরের নলডাঙ্গা বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত ওয়ার্ডে তাদের চিকিৎসা দেওয়া হবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ