রাজশাহী বড়গাছী ইউনিয়নে ক্ষমতার দাপট দেখিয়ে তিন ফসলি জমিতে অবৈধ পুকুর খনন !! প্রশাসন নীরব।

মোঃ রাজিবুল ইসলাম বাবু, রাজশাহী প্রতিনিধি,
রাজশাহী পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের মাথায় পাড়া গ্রামে যার জেল নম্বর ১১৮ জমিতে ক্ষমতার দাপট দেখিয়ে ইউনিয়ন যুবলীগ সভাপতি এমদাদুল হক এমদাদ তিন ফসলি জমি নষ্ট করে পুকুর খননের অভিযোগ উঠেছেএলাকাবাসী এবং জমির মালিকদের অভিযোগ তারা তাদের জমিতে পুকুর খননের জন্য কোন ইজারাদার নাইজোরপূর্বক ইউনিয়ন যুবলীগ সভাপতি ইমদাদ জমির মালিকদের অনুমতি ছাড়া পুকুর কাটা শুরু করেন ।জমির মালিক মোঃ সোহরাব হোসেন মোঃ খলিল উদ্দিন জমেলা বেওয়া কবির মন্ডল জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন আমরা পুকুর খননের জন্য কোনো জমি আমরা দেইনিজোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে পুকুর খনন করছে এতে আমাদের আশপাশের ফসলি জমিগুলো জলাবদ্ধতার মধ্যে পড়বে এবং আমরা পানিবন্দি হয়ে পড়বোআরো অভিযোগ আছে তিন বিঘা ধানি জমি উপর উপর দিয়ে গিয়ে কৃষকের রহমতে অমতে পুকুর খনন করছে! জানা গেছে বড়গাছী ইউনিয়নের ডাটা পারা এলাকায় .২একর খাস জমির উপরে গুচ্ছগ্রামের ২২ টি ঘরের কাজ শুরু হয় আর ওই কাজের খাল ভরাটের নামে তারা পুকুর খনন করছে।  কিন্তু সেখানে কোন মাটি না দিয়ে ওই অজুহাতে দিব্যি পুকুর খনন করে যাচ্ছে ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল হক এমদাদ আইনের বহির্ভূত এই অবস্থায় জমির মালিক গন ডিসি মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন এবং এর সুষ্ঠু তদন্ত করে ভূমিদস্যু তাদের শাস্তি কামনা করেছেন! ব্যাপারে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন মোঃ শাহাদৎ হোসেন বলেন বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ