অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন কক্সবাজারের কিছু তরুণ

প্রেস বিজ্ঞপ্তিঃ 
করোনা ভাইরাসে লক ডাউনের কারনে ইতোমধ্যেই কক্সবাজারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত । বিশেষ করে যারা দিনে এনে দিনে খায়। কক্সবাজারের কিছু তরুণ তরুণী মিলে সিদ্ধান্ত নেয় অন্তত কিছু পরিবারের পাশে দাঁড়ানোর। তারই ধারাবাহিকতায় সোমবার তারা ঘোনারপাড়া, বৌদ্ধঘোনা, বাহারছড়া, আদর্শগ্রাম, খাজামন্জিল, মগসিতাপাড়ার কিছু অসহায় মানুষের বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে। 

আরোজ ফারুক বলেন, প্রাথমিকভাবে আমার ৫০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, লবণ ও সাবান। আমাদের এই কার্যকর্ম আগামীতেও অব্যাহত থাকবে। 

কামরুল হাসান জানান, কিছু মহতী মানুষের সহায়তা না পেলে আমাদের এই উদ্যোগ সফল হতনা। আমাদের এই যাত্রায় যারা সাথে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ এবং যারা সহযোগিতা করতে চান তাদের সহায়তায় আগামীতে বিতরন কাজ চালিয়ে যাবো। আমরা আপনাদের সহোযোগিতা কামনা করছি। যারা আমাদের পাশে থাকতে চান তারা বিকাশের মাধ্যমে সহায়তা পাঠাতে পারেন
 বিকাশ নাম্বার– কামরুল –01862777925
আলাউদ্দীন –01796662662 
আরোজ – 01750011345

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ