নাটোর
প্রতিনিধি
বীমা
দিবসে শপথ
করি -উন্নত
দেশ গড়ি
’ এই প্রতিপাদ্য
নিয়ে র্যালী
ও আলোচনা
সভার মধ্য
দিয়ে নাটোরে
প্রথমবারের মত
জাতীয় বীমা
দিবস পালিত
হয়েছে। এ
উপলক্ষে আজ
রবিবার বেলা
১১ টার
দিকে জেলা
প্রশাসনের আয়োজনে
শহরের কানাইখালী
মাঠ থেকে
জেলা প্রশাসক
মোঃ শাহরিয়াজের
নেতৃত্বে একটি
শোভাযাত্রা বের
করা হয়।
শোভাযাত্রাটি শহরের
প্রধান সড়ক
প্রদক্ষিণ করে
নাটোর নবাব
সিরাজ-উদ-দৌলা
সরকারী কলেজ
অডিটোরিয়ামে গিয়ে
শেষ হয়।
সেখানে এক
আলোচনা সভার
আয়োজন করা
হয়। আলোচনা
সভায় অন্যান্যের
মধ্যে উপস্থিত
ছিলেন অতিরিক্ত
জেলা প্রশাসক
(সার্বিক) আশরাফুল
ইসলাম, অতিরিক্ত
পুলিশ সুপার
মীর আসাদুজ্জামানসহ
বিভিন্ন বীমা
কোম্পানীর কর্মকর্তাবৃন্দ
ও জেলা
প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
0 মন্তব্যসমূহ