বিশেষ প্রতিনিধি, উখিয়াঃ
পালংখালী বটতলী নাফ নদী থেকে আঁট দিন ধরে তিন জেলে নিখোঁজ এখনও পর্যন্ত কোনো হদিস মিলেনি বর্তমানে এদের পরিবারে কান্না থামানো যাচ্ছে না
গত ২/২/২০২০ ইং সন্ধ্যা আনুমানিক ৫:৩০ মিনিটের সময় আনজুমান পাড়া তথা পালংখালী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি স্থানীয় ৩ যুবক।
তারা হলেন মোহাম্মদ হোসেন (২৯)পিতা:মৃত জালাল আহমদ, মনজুর আলম(৩০)পিতা:শামশু দোহা, আনোয়ার হোসেন (১৮)পিতা:মৃত আমির হোসেন। প্রায় ৮দিন ধরে নিখোঁজ হওয়ার পরও তাদের সন্ধান মিলেনি।
এই বিষয়ে উখিয়া থানায় অভিযোগ করা হয়েছে আজকে বলে জানিয়েছেন উখিয়া থানা তদন্ত অফিসার কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার এবং ,পালংখালী ৩৪ বিজিবি কে অবহিত করা হয়েছে।বলে জানান পরিবার এর পক্ষ থেকে।
সেই বিষয়ে ৯ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য সুলতান আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কেউ যদি তাদের সন্ধান দিতে পারেন ভালো হবে আমি নিজে কয়েক বার নাফ নদীতে খুঁজে এসেছি এখনও পর্যন্ত কোনো হদিস মিলেনি যদি কেউ দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো আমার পক্ষ থেকে
০১৫৭২-৫৩১১০৮/০১৮৩৪-৫০১৬১২
সেই বিষয়ে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে রোহিঙ্গা আলইয়াকিন গ্রুপ এর উপর সন্দেহ করে যাচ্ছেন পারিবারিক সুত্রে।
0 মন্তব্যসমূহ