বাগাতিপাড়ায় বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে শপথ নিলেন তিন শতাধীক নারী পুরুষ

আল-আফতাব খান সুইট, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ নিলেন তিন শতাধীক নারী-পুরুষ। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার ০৭ নং ওয়ার্ডের ঘোরলাজ মহল্লায় মহল্লাবাসীর আয়োজনে এক আলোচনা সভায় এই শপথ নেন তারা। উক্ত শপথ বাক্যটি পাঠ করান বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন। আলোচনা সভায় ওসমান গনীর সভাপতিত্বে অন্যদের মধ্যে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বাল্য বিয়ের বিরুদ্ধে বক্তব্য রাখেন জাতীয় পার্টি' কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম খাঁন ডাবলু, উপজেলা জাপার সভাপতি শমসের আলী, ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ কুদ্দুস, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি রুপ চাঁদ আলী, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মহল্লার পক্ষে বক্তব্য দেন ইমদাদুল হক নান্নু প্রমূখ। আলোচনা সভার প্রধান অতিথি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন তার বক্তব্যে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বাল্য বিয়ের বিরুদ্ধে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং এর বিরুদ্ধে মহল্লাবাসীর তিন শতাধীক নারী পুরুষকে শপথ বাক্য পাঠ করান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ