আল-আফতাব খান সুইট জেলা প্রতিনিধিঃ
নাটোরের জংলী এলাকায় সহোদর ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই খুন হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে জংলী মোড়ে একটি দোকানে ওমর ফারুক বসে ছিলেন। তার সহোদর ছোট ভাই শাজাহান পিছন থেকে তার (ওমর ফারুকের) গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
সেসময় স্থানীয়রা আহত ফারুককে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে রোগীর অবস্থা খারাপ দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৯টায় দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
নিহত ওমর ফারুক ও ঘাতক শাজাহান জংলী এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে এবং ওমর ফারুক নাটোর প্রাণ কোম্পানিতে চুক্তিভিত্তিক শ্রমিক ছিলেন বলে জানিয়েছে তাদের পরিবার।
সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দীন ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন,পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকান্ডের সংগঠিত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ঘটনা ঘটানোর পর পরই ঘাতক ছোট ভাই শাজাহানের স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পন করেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ