স্বয়ং সিইসি'র 'ফিঙ্গার প্রিন্ট' মিললো না ইভিএমে, ঢাকা সিটি নির্বাচন নিয়ে মিডিয়ায় তোলপাড়

 স্বয়ং সিইসি'র 'ফিঙ্গার প্রিন্ট' মিললো না ইভিএমে, মিডিয়ায় তোলপাড়

ঢাকা সিটি নির্বাচন উপলক্ষে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইএএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে এসময় ইভিএমে ফিঙ্গার প্রিন্ট মেলেনি তার। পরে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিনি ভোট দেন।
ইভিএমে ভোট দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার।
নিউজ ডেস্কঃ
ঢাকা সিটি নির্বাচন উপলক্ষে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইএএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে এসময় ইভিএমে ফিঙ্গার প্রিন্ট মেলেনি তার। পরে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিনি ভোট দেন। 

জানা গেছে, শনিবার সকাল পৌনে ১১টার দলে আইএএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় ভোটকেন্দ্রের দোতলায় অবস্থিত ৮ নম্বর ভোট কেন্দ্রে ভোট দেয়ার সময় ইভিএমে তার বৃদ্ধাঙ্গুলি স্ক্যান করা হলে তা মেলেনি। পরে জাতীয় পরিচয়পত্র দিয়েই ভোট দেন তিনি। 

ফিঙ্গার প্রিন্ট না মেলার বিষয়ে সাংবাদিকদের সিইসি কে এম নূরুল হুদা বলেন, ভোট দেয়ার তিন-চারটি উপায় আছে। যান্ত্রিক ত্রুটি হলে যে কেউ অন্য উপায়েও ভোট দিতে পারবেন।
/ইত্তেফাক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ