১৫০ কিমি. হেটে রোভারিং এর সর্বোচ্চ সম্মান পেলেন ৪ রোভার স্কাউট

 ১৫০ কিমি. হেটে রোভারিং এর সর্বোচ্চ সম্মান পেলেন ৪ রোভার স্কাউট

বাংলাদেশ স্কাউটস, চট্রগ্রাম জেলা রোভার স্কাউট এর ৪জন রোভার ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পথ পরিভ্রমণ শেষ করেছেন। রোভারিং এর সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে তারা এ দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন।   শনিবার (১ফেব্রুয়ারি) রোভার স্কাউট গ্রুপের সেবাস্তরের এই ৪ রোভার চট্রগ্রাম কলেজ থেকে পটিয়া, লোহাগড়া, চকিরয়া ও কক্সবাজার পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ শেষ করেন।
কক্সবাজার সদর উপজেলা ইউএনও এ এইচ এম মাহফুজুর রহমান এর সাথে ৪ রোভার স্কাউট।

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ স্কাউটস, চট্রগ্রাম জেলা রোভার স্কাউট এর ৪জন রোভার ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পথ পরিভ্রমণ শেষ করেছেন। রোভারিং এর সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে তারা এ দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন।

শনিবার (১ফেব্রুয়ারি) রোভার স্কাউট গ্রুপের সেবাস্তরের এই ৪ রোভার চট্রগ্রাম কলেজ থেকে পটিয়া, লোহাগড়া, চকিরয়া ও কক্সবাজার পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ শেষ করেন।

রোভার স্কাউট গ্রুপের সদস্যরা হলেন রোভার এস এম হিজবুল্লাহ হাসনাত  এবং রোভার শেখ মুহাম্মদ ফারুক চৌধুরী (অগ্রপথিক মুক্ত রোভার দল, চট্রগ্রাম), শিশির দে (রাউজান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ) ও হাবিবুর রহমান (চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ)।

রোভার স্কাউট গ্রুপের হিজবুল্লাহ হাসনাত জানান তারা গত ১ ফেব্রুয়ারি চট্রগ্রাম কলেজ থেকে পায়ে হেঁটে পটিয়া সরকারি কলেজে পৌঁছান, ২ ফেব্রুয়ারি ডিসেম্বর ভোরে পায়ে হেঁটে আবার পথ পরিভ্রমণ শুরু করেন। এভাবে তারা লোহাগড়া ও চকরিয়া যাত্রা বিরতি করে বুধবার দুপুরে। তারা কক্সবাজার পৌঁছে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  এ এইচ এম মাহফুজুর রহমান এর সাথে সাক্ষাৎ করেন। পরেজেলা পরিষদ ডাকবাংলোতে তাদের রাত্রিযাপনের ব্যবস্থা করে দেন।
 
পরিভ্রমণকারী দলের সদস্যরা জানান, ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ কালে তারা পটিয়া সরকারি কলেজ, লোহাগড়া উপজেলা পরিষদ, চকরিয়া উপজেলা ও রামু উপজেলা পরিষদে যাত্রা বিরতি করেছে।

প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে যাত্রা শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টায় যাত্রা বিরতি করেছে এবং উপজেলা ও জেলা পরিষদ ডাকবাংলোতে রাত্রিযাপন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ