নীলফামারীতে আবারও হাড় কাঁপানো শীত





নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে আবারও হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। সেই সাথে বইছে মৃদু শৈত্য প্রবাহ। গত দু’দিন ধরে মৃদু শৈত্য প্রবাহ আর উত্তেরের হিমেল বাতাসে এ জেলার জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে পথ-ঘাট। মধ্যরাত থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশাপাত পড়ছে। সবচেয়ে বেশী বেকায়দায় পড়েছে এ জেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন। তীব্র শীতের কারণে তারা কাজে যেতে পারছেন না। দিনভর বাড়ীতে খড়কুটে জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। যানবাহন গুলোকে দিনের বেলাও হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফের শীতজনিত রোগের প্রাদুভাব দেখা দিয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস সুত্র মতে, গতকাল মঙ্গলবার নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ