নাটোরের পাইকৈড়দোল থেকে শিশুর মস্তক বিহীন মরদেহ উদ্ধারের ৪ দিন পর শিশুর মাথা উদ্ধার করেছে পুলিশ

নাটোর প্রতিনিধি
গত শনিবার নাটোর থেকে মস্তক বিহীন শিশুর লাশ উদ্ধারের দিন পর ওই শিশুর মাথা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভেদরা বিল থেকে মাথাটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাথাটি ফরেনসিক বিভাগে পাঠানো হবে বলে জানান পুলিশ। নৃশংস হত্যাকান্ডের পর থেকে আতংকিত হয়ে পড়ে এলাকাবাসী। পরিবারের ছোট শিশুদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন তারা।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক সুব্রত কুমার জানান, নিখোঁজের সাতদিন পরে গত জানুয়ারী শনিবার সদর উপজেলার পাইকৈড়দল এলাকার একটি বাঁশ ঝাড় থেকে শিশু হাসান আলীর  মস্তক বিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর শিশুটির মাথা উদ্ধার এবং হত্যাকান্ডের ঘটনায় তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সোর্সের তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সদর উপজেলার ভেদরার বিল এলাকার একটি রসুনের জমি থেকে মাথাটি উদ্ধার করা হয়। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অকব্যাহত রেখেছে।
বিলের রসুনের জমিতে পাওয়া মাথাটি ওই শিশুর কিনা তা ফরেনসিক রিপোর্টের পর জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাথাটি শিশু হাসান আলীর বললেন পুলিশ।
সিংকঃ- সুব্রত কুমার, উপ পরিদর্শক, সদর থানা নাটোর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ