প্রধানমন্ত্রী নিজের হাতে রান্না করে সাকিবের বাসায় খাবার পাঠালেন
বামে- প্রধানমন্ত্রীর সাথে সাকিবের স্ত্রী ও কন্য, ডানে- প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা খাবার |
দেশের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। অন্যদিকে প্রশাসনিকভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুজনের মধ্যে যোগাযোগটা নিবিড় এবং ধীরে ধীরে তা পারিবারিক পর্যায়ে উন্নীত হয়েছে। অসুস্থ সাকিবকে দেখতে প্রধানমন্ত্রী যেমন হাসপাতালে গেছেন, তেমনি তাঁর পরিবারকেও কাছে ডেকে এনে সময় কাটিয়েছেন আলাদা করে। এমনকি সংসদ নির্বাচনে সাকিবকে নির্বাচন বাদ দিয়ে খেলায় মনোযোগী হওয়ার পরামর্শও দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিবের পরিবারের সম্পর্ক এবার নতুন মাত্রা পেল।
নিজের শত ব্যস্ততা ফেলে আজ সকালে খাবার রান্না করে সাকিবের বাসায় পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল প্রধানমন্ত্রীর বাসায় সস্ত্রীক গিয়েছিলেন সাকিব। সেখানে সাকিবের জীবনসঙ্গী উম্মে শিশিরের কাছে প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন, তাঁর প্রিয় খাবার কী। শিশিরের কাছ থেকে জানার পর প্রধানমন্ত্রী বলেন, নিজ হাতে খাবার রান্না করে পাঠিয়ে দেবেন। কাল এ কথা বলার পর আজই সাকিবের বাসায় খাবার পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে খাবার ও প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ঘটনাটা জানিয়েছেন সাকিব দম্পতি।
সাকিবের স্ত্রী শিশির এবং তাঁর মেয়ে আলাইনার সঙ্গে প্রধানমন্ত্রী। ছবি: সাকিবের ফেসবুক পেজসাকিবের স্ত্রী শিশির এবং তাঁর মেয়ে আলাইনার সঙ্গে প্রধানমন্ত্রী। ছবি: সাকিবের ফেসবুক পেজসাকিব তাঁর ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর পাঠানো খাবারের ছবি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রী এবং মেয়ের ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘এ পৃথিবীতে আমি সবচেয়ে ভাগ্যবান মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে আমি ভাষাহীন, তাঁর হাতের সুস্বাদু খাবার খেলাম, যা তিনি সকালে নিজ হাতে রান্না করে আমার স্ত্রীর জন্য বাসায় পাঠিয়েছেন। গতকাল তাঁর বাসায় যাওয়ার পর সে (শিশির) নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিল। ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না। এই স্মৃতি আমার হৃদয়ে সারা জীবন অমলিন থাকবে। আমরা সত্যিই আশীর্বাদপুষ্ট!’
সাকিবের মেয়ে আলাইনার সঙ্গে প্রধানমন্ত্রী। ছবি: সাকিবের ফেসবুক পেজসাকিবের মেয়ে আলাইনার সঙ্গে প্রধানমন্ত্রী। ছবি: সাকিবের ফেসবুক পেজশিশির তাঁর ফেসবুক পেজে একই ছবি পোস্ট করে লিখেছেন, ‘এর চেয়ে বেশি ধন্য হতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী যখন ব্যস্ততার মাঝেও সময় বের করে আমার জন্য রান্না করে খাবার পাঠান, এর চেয়ে তৃপ্তিকর উপায়ে খাওয়ার কথা চিন্তাও করা যায় না। কাল তাঁর সঙ্গে দেখা করতে গেলে জানতে চেয়েছিলেন, আমার পছন্দের খাবার কী কী। তিনি বলেছিলেন, নিজ হাতে খাবার রান্না করে পাঠিয়ে দেবেন! আমি এখন সত্যি সত্যিই আনন্দে দিশেহারা। আমার জীবনে সেরা মধ্যাহ্নভোজ। এত ভালোবাসা ও আদরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারব না।’
নিষেধাজ্ঞার কারণে এখন ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব।
0 মন্তব্যসমূহ