নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর লেঙ্গুর বিল এলাকার জনৈক মাওলানা মাহমুদুল হাসানের ভিটা জমি দখলের অভিযোগ উঠে। একই এলাকার মৃত আলী আহম্মদের পুত্র আব্দুল খালেক (৪২), আব্দুল মোনাফ (৩৮) ও নুর মোহাম্মদ (৩৩) গংদের নেতৃত্বে গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ১০ টার দিকে একদল সন্ত্রাসী উক্ত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের কাজ শুরু করে দেয়। এসময় মাওলানা মাহমুদুল হাসান গং প্রতিপক্ষকে বাঁধা দিলে লাঠি সোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করে বলে জানা যায়।
সূত্রে জানা যায়, ১৯৩০-৩৭ সাল থেকে মাওলানা মাহমুদুল হাসান এর পিতা মাওলানা মৃত আমির হোসেন এর ওয়ারিশ সূত্রে মাহমুদুল হাসান গং এই জমির মালিক হয়। এম আর, আর এস, বি এস সহ যাবতীয় নির্ভেজাল কাগজপত্র থাকার পরও একটি কু-চক্রি মহল তাদের এই জমি দখলের পায়তারা চালায়। এর ধারাবাহিকতায় একাদিক বার এই জমিতে জবর দখলে বাড়িঘর নির্মাণ সহ ঘেরাবেড়া নির্মাণা অপচেষ্টা চালিয়ে আসছে। ক্ষতিগ্রস্থ জমির মালিক বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহতি করেও কোন কাজের কাজ কিছু হচ্ছে না। প্রশাসনকে পাত্তা না দিয়েই জবর দখলে মেতে ওঠেছে এসব দখলদারেরা।
এই বিষয়ে ভিটা জমির মুল মালিক মাওলানা মাহমুদুল হাসান বলেন, মৃত আলী আহম্মদের পুত্র আব্দুল খালেক আব্দুল মোনাফ ও নুর মোহাম্মদ সহ জড়িতদের বিরুদ্ধে টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেছেন।


0 মন্তব্যসমূহ