গোপনে যোগদান করেই গা ঢাকা দিয়েছেন রাকাবের বিতর্কিত জোনাল কর্মকর্তা খায়রুল


বিশেষ প্রতিনিধি লালমনিরহাটঃ 

কর্মকর্তা-কর্মচারীদের রোষানল থেকে বাঁচতে সাত সকালে যোগদান করেই গা ঢাকা দিয়েছেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) লালমনিরহাট জোনের জোনাল ব্যবস্থাপক হিসেব সদ্য বদলি হওয়া খায়রুল ইসলাম।


রাকাবের একাধিক সূত্র জানায়, শতাধিক কর্মকর্তা-কর্মচারীর তীব্র আপত্তি উপেক্ষা করে মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) অফিস সময়ের আগে সকলের অগোচরে তিনি যোগদান করেই অফিস থেকে সটকে পড়েছেন।


সূত্র জানায়, বিতর্কিত ওই কর্মকর্তাকে লালমনিরহাট জেলায় পদায়নের পর থেকেই ১৭টি শাখার কর্মকর্তা-কর্মচারীরা ফুঁসে উঠেন এবং তার পদায়নের বিরুদ্ধে মানববন্ধনসহ যোগদানের আগেই তাকে লামনিরহাটে অবাঞ্চিত ঘোষণা করে অফিসে তালা ঝুলিয়ে দেয়ার হুমকি দেন। তারা অভিযোগ করে বলেন, রংপুর জিএম অফিস থেকেও লালমনিরহাট জোনের কর্মকর্তা- কর্মচারীদের আশ্বস্ত করা হয়েছিল বিতর্কিত কর্মকর্তা খায়রুল ইসলামের বদলি বাতিলের ব্যাপারে। 


কিন্তু আওয়ামী লীগের ভোল পাল্টানো এ কর্মকর্তার পদায়ন বাতিল না করে রাকাবের একটি মহল তাকে লালমনিরহাটে যোগাদানে পরামর্শ দেয়ায় ক্ষোভ আরো দানা বেঁধেছে। উল্লেখ্য, খায়রুল ইসলাম ইতিপূর্বে লালমনিরহাটে জোনে দায়িত্ব পালনকালে ৯৩ জন কর্মকর্তা-কর্মচারীকে ব্যাখ্যা তলব করার ঘটনাটি অস্বাভাবিক ও নির্যাতনের শামিল হিসেবে উল্লেখ করা হয় ব্যাংকের অভ্যন্তরিন প্রতিবেদনে। 


এছাড়া কর্মকর্তা- কর্মচারীদের সাথে অশালীন আচরনসহ নানা অভিযোগ ২০২৪ সালের ২১আগষ্ট নীলফামারী জেলার শতাধিক কর্মকর্তা-কর্মচারীর হাতে তিনি চরম ভাবে লাঞ্চিত, অবরুদ্ধ এবং অবাঞ্চিত হয়ে গোপনে নীলফামারী থেকে সটকে পড়ে গা ঢাকা দিয়েছিলেন। ঐ অবস্থায় তাকে রংপুর জিএম অফিসে বদলি করা হয়েছি কিন্তু সেখানেও কর্মকর্তা-কর্মচারীরা তার বিরুদ্ধে অবস্থান নিলে তাকে রাকাব, প্রধান শাখায় বদলী করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ