কক্সবাজার নদী পরিব্রাজক দলের উপদেষ্টামন্ডলীর সাথে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার উপদেষ্টামন্ডলীর সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ ডিসেম্বর কক্সবাজার শহরের হোটেল শৈবালে সাগরিকা রেস্টুরেন্টে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, ঐতিহ্যবাহী বাঁকখালী নদী রক্ষায় দলমত নির্বিশেষে এক যোগে কাজ করতে হবে, নদীর পাড়ে রেখে যাওয়া বর্জ্য সরিয়ে বৈজ্ঞানিকভাবে কাজে লাগতে হবে, দখলদারকে উচ্ছেদে প্রশাসনকে আরো বেশি কঠোর অবস্থানে যেতে হবে ও নদীর পাড়ে বাঁধ তৈরি করতে হবে, নদীকে পর্যটন শিল্পে যোগ করে রিভার ট্যুরিজমের আওতায় এনে পর্যটনের সম্ভাবনা তৈরী করতে হবে।

এতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, প্রাক্তন সুপার এন্টেন্টেন (পিটিআই) নাসির উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক কবি নুরুল আজিম চৌধুরী, খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক, কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সংগঠক সরওয়ার সাঈদ, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শামশুল আলম শ্রাবনের পরিচালনায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল আলীম নোবেল, জেলা শাখার সভাপতি এ্যাড আবু হেনা মোস্তফা কামাল, সাংগঠিক সম্পাদক মোঃ ইলিয়াছ, ছাত্রনেতা শেখ ইয়াকুব আলী ইমন। আরো উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তুহিন, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক (আইটি) মোঃ মনছুর আলম, মোঃ হেলাল উদ্দিন, রমজান আলী, আব্দুল হান্নান, মির কাশেম আজাদ, আব্দুল্লাহ আল মাসুম, নুরুল আবসার সাজু, আব্দুল হালিম, মাহমুদুর রহমান, মোঃ শহিদুল্লাহ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ