ইলিয়াছের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২৬ অক্টোবর দৈনিক কক্সবাজার পত্রিকায় প্রকাশিত "তারেক হত্যার ঘটনায় পুলিশের সোর্স ইলিয়াছ আটক, ছাড় না দেওয়ার দাবী এলাকাবাসীর" শিরোনামের সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি মোঃ ইলিয়াছ, পিতা- হাবিবুর রহমান মাঝি, সাং- পশ্চিম বাহারছড়া, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার। আমি দীর্ঘদিন ধরে কক্সবাজার পর্যটন এলাকা কবিতাচত্তরে ছোটখাট একটি খাবারের দোকান করে আমার মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী-সন্তান সহ একসাথে অনেক কষ্ট করে জীবনযাপন করে আসতেছি। তার পাশাপাশি কবিতা চত্তর এলাকার সৈকত পর্যবেক্ষণ কেন্দ্রে দিনরাত দেখাশুনা করে আসতেছি। আসল ঘটনা হল, গত কিছুদিন পূর্বে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ভুল তথ্যের ভিত্তিতে সন্দেহমূলক ভাবে আমাকে একটি হত্যার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। পরে পুলিশ আমার বিষয়ে সু-নির্দিষ্ট তথ্য প্রমাণ না পাওয়া আমাকে চলে আসতে বলে। উক্ত হত্যার ঘটনার তারেক এর সাথে কখনো কোন কারণে অকারণে কথাও হয় নাই। আমি শুধু তাকে এলাকার ছেলে হিসাবেই চিনি। আমি একজন সহজসরল দেশের প্রচলিত আইন মান্যকারী লোক হই। ছোটবেলা থেকে সৎকর্ম করেই অনেক কষ্টের জীবনযাপন করে আসতেছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে একটি কু-চুক্রী মহল আমাকে পুলিশের সোর্স আখ্যায়িত করে মিথ্যা অপবাদ দিয়ে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে প্রিয় সাংবাদিক ভাইদেরকে ভুল তথ্য প্রদান করে আমার বিরুদ্ধে এমন জঘন্য একটি সংবাদ প্রকাশ করান। এহেন মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই এবং উক্ত সংবাদে প্রশাসন সহ সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।

প্রতিবাদকারী
মোঃ ইলিয়াছ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ