কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতৃবৃন্দরা

প্রেস বিজ্ঞপ্তিঃ
তৃণমূল থেকে সৎ-যোগ্য আওয়ামী লীগের নেতৃত্ব গড়ে তুলতে হবে। ত্যাগী, সৎ ও যোগ্য নেতৃত্ব তৃণমূল ওয়ার্ড/ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে মূল্যায়ন করতে হবে। সংগঠনকে পরিশোদ্ধ করতে ওয়ার্ড/ ইউনিয়ন থেকে শুদ্ধি অভিজান শুরু করতে হবে। কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ কথা বলে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক আগামী ১ মাসের মধ্যে ওয়ার্ড/ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সমাপ্ত করতে হবে। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ওয়ার্ড/ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত থাকবেন। মঙ্গলবার জেলা পরিষদের সম্মেলন কক্ষে বিকাল ৩ টায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু তালেব। সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল হক মকুল, এডভোকেট রঞ্জিত দাশ, সাংস্কৃতিক সম্পাদক তাপশ রক্ষিত, উপ-প্রচার সম্পাদক এম.এ মঞ্জুর, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হক জিকু, আব্দুল কাদের, হুমায়ুন চৌধুরী হিমু, আতাউস সামাত টিটু, মোহাম্মদ মুহিদুল্লাহ, পি.এম.খালী ইউনিয়নের সভাপতি সিরাজুল মোস্তফা আলাল, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম চৌধুরী, খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চেয়ারম্যান, পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাহের আহমেদ, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এহেসানুল হক, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মোরশেদ ফরাজী, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এম.ইউ.পি, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান চৌধুরী, ঈদগাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, প্রমুখ। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী নেতা জহিরুল ইসলাম, ফরিদুল আলম, টিপু সুলতান চেয়ারম্যান, কুদরত উল্লাহ সিকদার, ফরিদুল ইসলাম খান, এডভোকেট ছৈয়দ রেজাউর রহমান, লুৎফুর রহমান আজাদ, মুজিবুর রহমান চৌধুরী, প্রভাষক নুরুল হুদা, ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, নুরুল হুদা মেহেদী, মনিরুল আলম, আব্দুল মালেক, হেলাল উদ্দিন, আবদুর রাজ্জাক এম.ইউ.পি, মোহাম্মদ শরিফ, আবু তাহের, মইন উদ্দিন, জহির উদ্দিন, কামরুন নাহার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নূর ছিদ্দিক চেয়ারম্যান, রফিক আহমেদ চেয়ারম্যান, মনজুর আলম, নাজিম উদ্দিন বাবুল, শাহাজাহান মনির, মমতাজুল ইসলাম খান, মাইন উদ্দিন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ