টেকনাফে রোহিঙ্গা নারী মাদক পাচারকারী গ্রেফতার

দিদারুল আলম সিকদারঃ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মিয়ানমারের রোহিঙ্গা নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জওয়ানেরা। এসময় ওই রোহিঙ্গা নারীর কাছ থেকে ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 
ধৃত মহিলা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা ২৬নং শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবিরের জি/৫ ব্লকের মৃত হোছনের স্ত্রী রহিমা খাতুন (৫৩)।
গতকাল রবিবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াঘাটা মাদ্রাসা সংলগ্ন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিজিবি’র টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ