অসাংগঠনিক ভাবে আমাকে বহিস্কার করা হয়েছে-মহিলা লীগ নেত্রী শিল্পী


নিজস্ব প্রতিবেদক
নিজেকে নিদোর্ষ দাবি করে নাটোর জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীমা শিল্পী বলেছেন, সংগঠনের গঠণতন্ত্র ভেঙ্গে এবং অসাংগঠনিক ভাবে তাকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে শিল্পী তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ষড়যন্ত্র মূলক এবং দলের গঠনতন্ত্র পরিপন্থী বলে দাবি করে এর প্রতিবাদ জানান
শিল্পী আরো বলেন, আগামী কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষনা দেওয়ায় দলের ভেতরের একটি অংশ তার বিরুদ্ধে অপপ্রচার সহ নানা ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি সন্তানতূল্য এক গণমাধ্যক কর্মীকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। যা আদোও সত্য নয়।
সঠিক তথ্য প্রমান ছাড়া বহিস্কার এবং দুটি অনলাইন গণমাধ্যম বিভ্রান্তিমুলক সংবাদ পরিবেশন করায় আইসিটি আইনে মামলা করবেন বলেও সংবাদ সম্মেলনে জানান আওয়ামীলীগ নেত্রী শামীমা শিল্পী।
সংবাদ সম্মেলনে শিল্পীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর চাঁদাবাজী, প্রতারনা,অর্থ আত্নসাৎ সহ বেশ কিছু অভিযোগ এনে শামীমা শিল্পীকে নাটোর জেলা মহিলা আওয়ামী লীগ থেকে সম্পূর্নরুপে বহিস্কার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ