কক্সবাজারে দুর্নীতি, অনিয়ম ও সচেতন নাগরিকের নানা প্রশ্ন "?"

১ বিএনপি সরকারের আমলে বরাদ্দ  দেয়া বর্তমানে  বাতিল,৫৮ প্লট সরকার পেয়েও কয়েক হাজার কোটি টাকার সম্পদ এবং বেশির ভাগ প্লট দখলে নেই কেন?
২ কক্সবাজারে মাস্টার প্ল্যান থেকেও এটি মানার কোন বালাই নেই।
৩ সমুদ্র সৈকতে অনুমোদনহীন ঝুপড়ি দোকান ও
 (ECA) এলাকায়  বহুতল ভবন নির্ণাণ, আগামীর পর্যটন শিল্পের জন্য অনশি সংকেত। 
৪ কলাতলী হোটেল মোটেল জোনে প্ল্যাটের আড়ালে আবাসিক হোটেল ব্যবসা, কর ফাঁকির অভিযোগ। 
৫ আবাসিক হোটেলে দুইটি খাতা কাস্টমস ও কর্তৃপক্ষ যোগাযোগ সাজছে কর ফাঁকি অভিযোগ ।
৬ এলএও অফিসে ১০থেকে ২০% পারসেন্ট বাণিজ্য কেন? (উপর মহলের একটি সিন্ডিকেটর এক একাউন্টে ৪৭ কোটি টাকা)
৭ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থাকলেও ভবন নির্মাণে অনুমোদন যাত্রা নামে মাত্র।
৮ বাহিনী কতৃক জেলায় সরকারি জমি দখলের মহোৎসব কেন?
৯ জেলা পরিষদের উন্নয়ন  মাঠের চেয়ে কাগজে বেশি, জবাবদেহিতার চরম অভাব। 
১০ কক্সবাজার অঞ্চলে  বন বিভাগের অর্জন শূণ্যের কোটায়।
১১ পরিবেশ অধিদপ্তরের লোকবলের অজুহাতে কাজের অগ্রগতির করুন চিত্র, যেমন- ( সাড়ে ৪শতাধিক হোটেলে
মাত্র  কয়েকটি ছাড়া,এসটিপি ও পরিবেশ ছাড়পত্র নেই কোনটিতে।
১২ প্রায় ১৫০ বছরের পুরনো কক্সবাজার  পৌরসভা, বয়সের চেয়ে অর্জন অতিনগন্য।
১৩ রোহিঙ্গা  ইস্যুতে এনজিও ওআইএনজিওদের সেবার নামে টাকার খেলা।
১৪ কক্সবাজারে জনপ্রতিনিধিও আমলাদের সমন্বয়ের বড় অভাব কেন?
১৫ গ্রামআদালতের বিচার থানায় হয় কেন?(যদিও থানায় বিচার করা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছ)
 ১৬ বহু ইয়াবা ব্যবসায়ীর পাশাপাশি, বেশ কিছু জনপ্রতিনিধি ইয়াবা কারবারে অভিযুক্ত।
আবার অনেক জনপ্রনিধি জনসেবাকে বড় লোক হওয়ার পেশা  হিসেবে নেয়ার প্রবনতা বৃদ্ধি। 
১৭ কক্সবাজার পর্যটন জেলা  আমাদের অহংকার বলে  ঢোল পিটালেও পর্যটন শিল্প বিকাশে বাস্তব চিত্রের বড় অভাব। 
১৮ শিক্ষা বিস্তারে মাত্র হাতে গুনা কয়েক টি প্রতিষ্ঠান  ছাড়া বাকিদের চিত্র কিন্ত ভালো নয়।
১৯ জেলায় চিকিৎসা সেবায় নানা বির্তক পিছু ছাড়ছে না কেন? জেলা শহরে চিকিৎসা বাণিজ্য  অধিক হারে বাড়ছে।
২০ বিআরটিএ, ট্রাফিক, হাইওয়ে পুলিশে সেবার চেয়ে ভোগান্তি ও বাণিজ্য চরমে।
২১ পাহাড়, নদীর পাড়,সরকারী জমি দখল প্রতিযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 
(যে কাজ করে সে ভুল করে পরামর্শ থাকলে জানাতে পারেন)
জনস্বার্থে...................
আব্দুল আলীম নোবেল 
সাংবাদিক ও সমন্বয়ক
পরিকল্পিত কক্সবাজার আন্দোলন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ