বিশেষ প্রতিবেদকঃ
চট্টগ্রাম ৮ সেপ্টেম্বর ২০২৫। অপরাধ দমন, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং উপকূলীয় অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে নৌবাহিনী । এরই ধারাবাহিকতায় কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) ও ০৬ টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার (০৭-০৯-২৫) দিবাগত রাতে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নাস্থ খুশিয়ারপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও কোস্ট গার্ড। অভিযানকালে একটি ঘেরের ঝুপড়ি ঘরে তল্লাশি করে সন্ত্রাসীদের ব্যবহৃত ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) ও ০৬ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
0 মন্তব্যসমূহ