উখিয়ায় ইয়াবাকারবারি ও ডাকাত কামালের অত্যচারে অতিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক সম্প্রতি উখিয়া-টেকনাফ সীমান্ত জুড়ে চুরি, ইয়াবা, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধের হার বেড়েছে। বিভিন্ন তথ্য সূত্রমতে জানাযায়, স্থানীয় হলদিয়া পালং ভাগুল্লা মার্কেট এলাকার মৃত হাজী ছৈয়দ আহম্মদের ছেলে ডাকাত কামাল উদ্দিন রানার নেতৃত্বে এইসব ঘটনা ঘটে চলছে। তাদের সিন্ডিকেটে রয়েছে, টিটু, জামাল সহ অনেকই। তাদের হাতে দেশি ও বিদেশি অস্ত্র রয়েছে। এই অস্ত্র ব্যবহার করে সে এলাকায় হুমকি ধমকি সহ ছিনতাইর ঘটনা ঘটিয়ে থাকে। এই কামাল ডাকাতের বিরুদ্ধে, ইয়াবা,অপহরণ, ডাকাতি, হত্যা, জেল পুলিশের গাড়ি থেকে আসামী ছিনতাইসহ আরো নানা অপরাধে ৭টি মামলা রয়েছে। এর আগেও ডাকাত কামাল ১ লক্ষ ৭০ হাজার পিছ ইয়াবা নিয়ে বিজিবির হাতে গ্রেপ্তার হয়। এই মামলায় ৩ বছর জেলও কেটেছে সে। অপর দিকে সাইফুল মেম্বার জামাই হিসেবে পরিচিত হলেও সে একাধিক বিয়ে করে এমন কি শ্বাশুড় সাইফুল মেম্বারের কাছে থেকেও ১২ লক্ষ টাকা মেরে লাপাত্তা রয়েছে সে। টাকার বিষয়কে কেন্দ্র করে পতিনিয়ত তার স্ত্রী সুমিকে অমানবিক নির্যাতন করে যাচ্ছে এই কামাল ডাকাত। ঘরে দুই স্ত্রী থাকার পরেও বিভিন্ন এলাকা থেকে যুবতী নারীদের অপহরণ করে এনে ধর্ষণের মতো জগন্য অপরাধের অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। বর্তমানে ডাকাতি ও ইয়াবার কালো টাকার ধম্ভে চরম বেপরোয়া হয়ে উঠেছে এই কামাল ডাকাত। তার অত্যচারে এলাকাবাসী চরম অতিষ্ঠ। ডাকাত কামালকে গ্রেপ্তার করতে সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিশেষ করে মরিচ্যা পাহাড়ি জনপদ ও রোহিঙ্গা আশ্রয় শিবির সংলগ্ন এলাকাগুলোতে স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। স্থানীয়রা অভিযোগ করছেন, পাহাড়ে থাকা কিছু অস্ত্রধারী গোষ্ঠী ও অপরাধচক্র রোহিঙ্গাদের ব্যবহার করে অপহরণ ও ডাকাতিতে লিপ্ত হচ্ছে। প্রশাসনের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি না থাকায় এসব সন্ত্রাসী দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জহিরুল ইসলাম জানান, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, পুরো জেলা জুড়ে অপরাধীদের ধমনে জেলা পুলিশ বদ্ধপরিকর। সকল প্রকার আইন শৃঙ্খলা ধমনে পুলিশ সবসময় প্রস্তুত। এই বিষয়ে কামালের সাথে জানতে চাইলে কামাল মোটোফোনে জানান, ৭টি নয় দুই মামলা রয়েছে, তার বিরুদ্ধে যে সব অভিযোগ তুলেছেন সেটি একটি ষড়যন্ত্রকারীর চক্রান্ত। তথ্য সূত্র -দৈনিক সাগর দেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ