বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ চট্টগ্রাম কমিটিতে মোহাম্মদ সামি

লোহাগাড়া সংবাদদাতা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের ধারাবাহিকতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি অনুমোদিত হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সামি।


সামি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকার সাঁচি বলীর পাড়ার সন্তান। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগ (M. S. S.) ২০১৯-২০২০ সেশনে অধ্যয়নরত আছেন। 


কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ ও আরিফ সোহেল। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুবাইর হোছেন। 


বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের অংশীদারদের নিয়ে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার ও সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে। 


চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির নতুন নেতৃত্ব এই আন্দোলনকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।


নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সামিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন কমিটি শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ