আমি, মনির আহাম্মদ মুনিয়া, এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে, আমাকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা উজ্জ্বল কর, তার স্ত্রী এবং শ্যালক রনি। তারা রামুর মেরংলোয়া এলাকায় একটি জায়গা কিনে সেখানে ব্যবসা পরিচালনা করছে এবং এলাকাবাসীকে বিভিন্নভাবে হয়রানি করছে।
সরকার পরিবর্তনের পর থেকে উজ্জ্বল কর আত্মগোপনে চলে গেলেও, তার সহযোগীরা এখনো আমাদের হয়রানি চালিয়ে যাচ্ছে। তাদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায়, তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করিয়েছে।
আমার মা প্রায় ৩২ বছর আগে নিজ অর্থায়নে একটি রাস্তা নির্মাণ করেছিলেন, যা স্থানীয়দের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। কিন্তু উজ্জ্বল কর ও তার সহযোগীরা রাস্তার পাশে থাকা ড্রেন বন্ধ করে দেয়, যার ফলে আশপাশের ২০টি পরিবারের পানি চলাচল বন্ধ হয়ে যায়। আমি এ বিষয়ে প্রতিবাদ করায়, আমার বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করানো হয়েছে।
এছাড়া, উজ্জ্বল কর ও তার সহযোগীরা কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় আমার এক বোনের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছিল, যা না দিলে তাকে বিজিবি ক্যাম্প থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে আমার বোন চাঁদার টাকা দিতে বাধ্য হয়।
আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিমূলক ও সম্মানহানিকর। আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, এই ধরনের মিথ্যা সংবাদের ভিত্তিতে বিভ্রান্ত না হতে এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে।
আমি এলাকার সাধারণ একজন মানুষ, কখনো কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না। আমাকে পরিকল্পিতভাবে হয়রানি করার জন্য এই মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ করছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিচ্ছি।
0 মন্তব্যসমূহ