প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৭ ফেব্রুয়ারি দৈনিক কক্সবাজার একাত্তর ও দৈনিক আলোকিত উখিয়া পত্রিকায় কক্সবাজার মহেশখালী ঘাটে সরকারি লক্ষ লক্ষ টাকার আত্মাসাতের অভিযোগ উঠেছে শিরোনামে সংবাদ টি আমাদের দৃষ্টিগোচর হয়। যেটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। জারিকারক ছৈয়দ করিম ভাইকে জড়িয়ে যে সংবাদটি প্রচার করেছে সেটি একটি ষড়যন্ত্র। ছৈয়দ করিম ভাই বছর দেড়ক ধরে ঘাটের টাকা তুলে আসছে অত্যন্ত সচ্ছতার সাথে। সে বৈজৈষ্ঠ লোক, তাহার ব্যবহার আচার-আচরণ অনেক ভালো ও আমাদের সাথে অনেক মিশুক। আমাদের জানামতে সে কোন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত নয়। ছৈয়দ করিম ভাইয়ের বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত সংবাদটি একটি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। যত টুকু দেখলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো একেবারে মনগড়া কল্প কাহিনি। আমরা স্পিড বোট চালকদের পক্ষে একজন সচেতন নাগরিক হিসেবে তার পক্ষে ওই মিথ্যা সংবাদের জোর প্রতিবাদ করছি। কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। প্রতিবাদকারী মোহাম্মদ আশেক উল্লাহ স্পিড বোট চালক মহেশখালী টু ৬ নং ঘাট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ