আব্দুল আলীম নোবেল।।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ মো: রফিকুল ইসলাম পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি। কক্সবাজার জেলা পুলিশে দায়িত্ব পালনকালীন সাহসী ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সাথে কাজ করেছেন। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ার পর তাহার অফিসের সহকর্মীসহ বিভিন্ন পেশাজীবিরা ফুলেল শুভেচছা জানান তাকে।
শুভেচ্ছা জানান দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকা পরিবারের পক্ষে প্রধান সম্পাদক ও প্রকাশক মো বেলাল উদ্দিন বেলাল ও নির্বাহী সম্পাদক আব্দুল আলীম নোবেল ও প্রতিনিধি শফিকুল ইসলাম। ওই সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) মো: জসিম উদ্দীন ও কক্সবাজার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমান।
মোঃ রফিকুল ইসলাম বিগত
২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন তিনি (২৮তম বিসিএস ব্যাচ) এছাড়া
পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী (ASP) পরে তিনি নাটোর সদর সার্কেল (ASP) ফুলবাড়ি সার্কেল, দিনাজপুর(অতিরিক্ত পুলিশ সুপার), পত্নীতলা সার্কেল নওগাঁ(অতিরিক্ত পুলিশ সুপার) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
চাকরির জীবনে
তিনি জাতিসংস শান্তিরক্ষা মিশন, (সাউথ সুদান) (police Advis) সর্বশেষ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কক্সবাজার নিষ্ঠার সাথে কাজ করেছেন তিনি। তাহার গ্রামের বাড়ি সাঁকোয়া
মোহনপুর রাজশাহী জেলা, বাবা আব্দুল কাফি সরদার মা সায়েরা বিবি।।
অপর দিকে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) মো শাকিল আহমেদ, বিপিএম তিনিও পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
মো: শাকিল আহমেদ কাজ করেছেন, কক্সবাজার এপিবিএন, চাঁদপুর, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব), উখিয়া সদর সার্কেল। তার গ্রামের বাড়ি নবী নগর ব্রাহ্মণবাড়িয়া, তাঁর বাবার নাম মো: আব্দুল বাতেন মা হেলেনা বেগম।
0 মন্তব্যসমূহ