দৈনিক কক্সবাজার ৭১ নতুন কার্যালয় উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ সেবা করার আহবান

আব্দুল আলীম নোবেল।। দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নতুন কার্যালয় উদ্বোধন ও মিলাদ মাহফিলের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার পৌরসভার শহীদ স্বরনী রোড জে এস ভবন(২য় তলায়) নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক বিশিষ্ঠ ব্যবসায়ি মো: বেলাল উদ্দিন বেলালের সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলামের উপস্থিতিতে মিলাদ মাহফিলের মোনাজাত পরিচালনা করেন, কক্সবাজার বড় বাজার জামে মসজিদের খতিব মৌলনা মো: কামাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, এডভোকেট নুরুছ ছব্বি, দৈনিক কক্সবাজার ৭১ নির্বাহী সম্পাদক আব্দুল আলীম নোবেলের পরিচালনায়, কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের খতিব মৌলনা আব্দুল খালেক, কক্সবাজার জেলা ও দায়রাজজ আদালতের এডভোকেট মোহাম্মদ ফয়সাল, এডভোকেট জসিমউদদীন, চৌফলদন্ডী জামে মসজিদের খতিব মৌলনা রহমতউল্লাহ, লালদীঘিরপাড় জামে মসজিদের মাওলানা ইউনুস ফরাজী, চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মিজানুর রহমান, মাওলানা শফিকুর রহমান, হাফেজ তৌহিদুল ইসলাম, হাফেজ সিরাজুল ইসলাম ও মাওলানা সম্মান আতাউল্লাহ। স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, রামু উপজেলার প্রতিনিধি, সুজন চক্রবর্তী, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার তৌহিদুল ইসলাম, ব্যবস্থপনা সম্পাদক আশরাফ উদ্দিন আরিফ ও ইফতেখার উদ্দিন তাহা। এই সময়, পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সত্য প্রকাশে অবিচল দৈনিক কক্সবাজার ৭১ বহুল প্রচারিত জেলার শীর্ষস্থানীয় গণমাধ্যমের তালিকায় উঠে এসেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মধ্যদিয়ে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকা লক্ষ লক্ষ পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বিগত ১০ বছরেই ‘দৈনিক কক্সবাজার ৭১’ পাঠকদের হৃদয়ে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ সেবা করার উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি। প্রধান সম্পাদক ও প্রকাশক মো: বেলাল উদ্দিন বেলাল বলেন, দৈনিক কক্সবাজার ৭১ ইতোমধ্যে কক্সবাজারে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অনেকে কক্সবাজার ৭১কে রেফারেন্স হিসেবে ব্যবহার করছে। বিগত ১০ বছর ‘আমাদের টিম প্রতিষ্ঠার পেছনে অনেক শ্রম ব্যয় হয়েছে। অনেকে অনেক কিছুতে বায়াসড হয়ে যায়। আমরা কোনো কিছুতেই ইন্টারফেয়ার করি না। যেটা সঠিক নিউজ মনে হবে, সেটা আপনারা করবেন। আমরা এভাবেই কাজ করতে উৎসাহ দিয়েছি।’ তিনি বলেন, ‘পত্রিকাটা আপনাদের, আপনাদেরই চালাতে হবে। সুনামটা ধরে রাখতে হবে। দৈনিক কক্সবাজার ৭১ একটা বিশাল স্বপ্ন বাস্তবায়নে ব্যাপার আছে, সেটা মানুষের কাছে যাতে নিয়ে যেতে পারি, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে এমনটি বলেন তিনি। মাওলানা কামাল উদ্দিন বলেন, পাঠকের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় হয়ে উঠেছে এই পত্রিকাটি । দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকাও জেলার সাংবাদিকতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে। তিনি দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এবং পত্রিকাটির বিকাশে তিনি দোয়া কামনা করেন। এছাড়া তিনি পাঠক, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপন দাতা সকলের সহযোগিতা কামনা করেন এবং দোয়া কামনা করেন। অপর দিকে হকার ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ