নিখোঁজ সংবাদ
আব্দুর রহমান বয়স ১৩ বছর, পিতা নুরুল হক মাতা আনচারু বেগম, সাং নাইক্ষ্যং দিয়া ৬ নাম্বার ওয়ার্ড পোকখালী কক্সবাজার।
গত ০/১০/২০২৩ শুক্রবার আনুমানিক দশটায়, উত্তর নাইক্ষ্যং দিয়া আহমদীয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা হতে হারিয়ে যায়, সে একজন হাফেজ বিভাগের ছাত্র।
আব্দুর রহমানের গায়ের রং ফর্সা, গায়ে স্মরণে ছিল নীল কালার জুব্বা ও ধুসর রং এর পায়জামা।
ছেলেটি কোন সূহৃদয়বান ব্যক্তি খোঁজ পেয়ে থাকলে, নিম্নোক্ত মোবাইল নাং তার আনচারু বেগম 01833473995, স্থানীয় মেম্বার হেলাল উদ্দিন, 01819366144 এর সাথে যোগাযোগ করলে সংবাদ দাতাকে পুরস্কৃত করা হবে। মাদ্রাসার প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মোবাইল নং 01628079556।।
0 মন্তব্যসমূহ