নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর নাপিতখালীতে কলেজ ছাত্রের উপর বর্বর হামলা চালিয়েছে অবৈধ দখলদার দুর্বৃত্তরা। এ হামলায় আহত হয়েছে আরো ৫ জন৷
ঘটনার বিবরণে জানা গেছে, উল্লেখিত এলাকায় চলাচলের রাস্তায় অবৈধ টয়লেট স্থাপন করলে মান্যগন্য লোকজনের উপস্থিতিতে ওই টয়লেট সরানোর সিদ্ধান্ত হয় গতকাল। যথারীতি এটি সরানোর দায়িত্বে থাকা সালিশকারের নিয়োজিত ব্যক্তি মনজুর আলম দখলদারদের পক্ষ নিয়ে পরিকল্পিত হামলার ঘটনা ঘটান। এতে দা দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করা হয় এলাকার নুরুল আমিনের ছেলে মঈনুল হক রিফাত। সে ঈদগাঁও রশিদ আহমদ কলেজের শিক্ষার্থী। গুরুতর আহত রিফাত সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত অন্যরা হলেন মৃত জালাল আহমদের পুত্র নুরুল আমিন, তার মেয়ে তাসনিয়া মুনতাহা, শহিদুল হকের স্ত্রী পারভীন আক্তার ও আবুল কালামের স্ত্রী ছলিমা আক্তার। মহিলাদের টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়। ঘটনার আগে থেকে ঘরে এনে রাখা বহিরাগত ৮/১০ জন লোক দিয়ে নির্মম এ হামলার ঘটনা সংগঠিত করা হয়। এতে নগদ টাকা লোপাট হয়।
অভিযুক্ত হামলাকারীরা হলেন মৃত হাজী ইউসুফ আলীর পুত্র গিয়াস উদ্দিন (গুরামিয়া) ও তার স্ত্রী রেহেনা আক্তার, পুত্র নাসির উদ্দিন, নাইমুদ্দিন এবং মৃত হাজী সরফরাজের পুত্র মনজুর আলম।
উল্লেখ্য, এসব দখলদার ও দুর্বৃত্তদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন পত্রপত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নির্মম এ হামলার ঘটনায় এলাকাবাসি তীব্র নিন্দা জানিয়ে দোষিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
0 মন্তব্যসমূহ